Citizen Charter

কৃষি  পরিবেশ অডিট অধিদপ্তর

অডিট কমপ্লেক্স, ১৫ তলা

সেগুনবাগিচাঢাকা-১০০০

www.agriaudit.org.bd

 

সিএন্ডএজির অডিট ম্যান্ডেট

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১২৮-১৩২ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা।

ভিশন

সুশাসন অর্জনের জন্য আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠাকরণ।

মিশন

কার্যকর নিরীক্ষার মাধ্যমে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা এবং নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রদান করে আর্থিক ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠায় সহায়তা করা।

অধিদপ্তরের কার্যপরিধি

কৃষি ও পরিবেশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন করা।

সেক্টর ভিত্তিক কর্মপরিধি

  সেক্টরের নাম

  ন্যস্ত কার্যক্রম

সেক্টর – ১

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি,ঢাকা এবং এর অধীন সকল আঞ্চলিক কার্যালয় ও প্রকল্পসমূহের নিরীক্ষা ও এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন।

সেক্টর – ২

বিএডিসি ও বিএমডিএ এর সকল আঞ্চলিক কার্যালয় ও প্রকল্পসমূহের নিরীক্ষা ও এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন।

সেক্টর – ৩

মৎস্য অধিদপ্তর এবং এর অধীন সকল আঞ্চলিক কার্যালয় ও প্রকল্পসমূহের নিরীক্ষা ও এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন।

সেক্টর – ৪

প্রাণিসম্পদ অধিদপ্তর এবং এর অধীন সকল আঞ্চলিক কার্যালয় ও প্রকল্পসমূহের নিরীক্ষা ও এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন।

সেক্টর – ৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন সকল কার্যালয় ও গৃহীত প্রকল্পসমূহের নিরীক্ষা ও এ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পাদন।

সেক্টর – ৬

-সিএজি কার্যালয়ের জন্য বার্ষিক প্রতিবেদন প্রস্তুতকরণ, সংশোধন ও পরিমার্জন

-সকল ধরণের রেকর্ড সংরক্ষণ

-পিএ কমিটির সভার কার্যবিবরণ প্রস্তুতকরণ।

প্রশাসন-০১

অফিসের প্রশাসনিক কার্যক্রম সম্পাদন।

প্রশাসন-০২

অফিসের ডিডিও এবং যাবতীয় ক্রয় সংক্রান্ত কার্যক্রম সম্পাদন।

 

                                                                                            সেবাগ্রহীতার জন্য তথ্যসমূহ

      কার্যক্রম

দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা  শাখা

সময়

AIR জারীকরণ

 

উপপরিচালক, সংশ্লিষ্ট সেক্টর

AIR প্রাপ্তির ১৫ দিনের মধ্যে।

অগ্রিম অনুচ্ছেদসহ AIR ইস্যু ও জবাবের জন্য অপেক্ষা অথবা জবাব পাওয়ার পর পরবর্তী কার্যক্রম গ্রহণ।

 

 

উপপরিচালক, সংশ্লিষ্ট সেক্টর

 

৩৫ দিন

তাগিদ পত্র প্রেরণ

 

উপপরিচালক, সংশ্লিষ্ট সেক্টর

১৪ দিন

আধা-সরকারি পত্র প্রেরণ

 

উপপরিচালক, সংশ্লিষ্ট সেক্টর

২৮ দিন

খসড়া অডিট রিপোর্ট প্রণয়ন

 

উপপরিচালক, সংশ্লিষ্ট সেক্টর

১৩ দিন

BSR এর জবাব প্রেরণ

 

উপপরিচালক, সংশ্লিষ্ট সেক্টর

জবাব প্রাপ্তির ৭ দিনের মধ্যে।

দ্বিপক্ষীয়/ত্রিপক্ষীয় সভার কার্যবিবরণী উপস্থাপন।

উপপরিচালক, সংশ্লিষ্ট সেক্টর

জবাব প্রাপ্তির ৭ দিনের মধ্যে।

                                                       অন্যান্য জরুরি তথ্যসমূহ

কর্মকর্তা

ফোন নং/-মেইল

মহাপরিচালক

02226664154/dg@agriaudit.org.bd

পরিচালক

02226664151/director@agriaudit.org.bd

উপপরিচালক, সেক্টর-১

02226664152/dd1@agriaudit.org.bd

উপপরিচালক, সেক্টর-২

028392074/dd2@agriaudit.org.bd

উপপরিচালক, সেক্টর-৩

028392073/dd3@agriaudit.org.bd

উপপরিচালক, সেক্টর-৪

028392069/ dd4@agriaudit.org.bd

উপপরিচালক, সেক্টর-৫

028392068/dd5@agriaudit.org.bd

উপপরিচালক, সেক্টর-৬

02226664150/dd6@agriaudit.org.bd

এএন্ডএও (প্রশাসন-১)

028392065/ad1@agriaudit.org.bd

ডিডিও (প্রশাসন-২) 

02226664153/ad2@agriaudit.org.bd

কনফারেন্স রুম

-------

 

চিঠিপত্র গ্রহণ  প্রেরণ সংক্রান্ত বিষয়

প্রশাসন-০১ (কক্ষ নং ১৫০৬)

 

  যে কোন পরামর্শ /অভিযোগ

028392065

 

 

Or use your account on Unify

Error message here!

Hide Error message here!

Forgot your password?

Or register your new account on Unify

Error message here!

Error message here!

Hide Error message here!

Lost your password? Please enter your email address. You will receive a link to create a new password.

Error message here!

Back to log-in

Close